শিরোনাম

Post Top Ad

Take Control of Your Domain Names

Monday, April 13, 2020

বাড়ীর পোষা প্রাণী থেকে করোনা সংক্রমণের আশংকা কম।

পোষা প্রাণি থেকে করোনা সংক্রমণের আশংকা কম
বাড়ীর পোষা প্রাণি থেকে করোনা সংক্রমণের আশংকা কম 

বাড়ীর পোষা প্রাণি থেকে করোনা ভাইরাস সংক্রমণের আশংকা খুব কম বলে মনে করেন প্রাণিবিদরা। তবে করোনা দুর্যোগে সতর্ক থাকার আহবান জানান তারা। কারণ করোনা আক্রান্ত কারো সংস্পর্শে এসে উল্টো প্রিয় পোষা প্রাণিটি সংক্রমিত হতে পারে।

করোনা ভাইরাস যেভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে তাতে মানুষের দ্বারা বন্য প্রাণীও আক্রান্ত হতে পারে। স¤প্রতি যুক্তরাষ্ট্রে ব্রোনক্স চিড়িয়াখানায় একটি বাঘ করোনা আক্রান্ত হয়। ধারণা করা হচ্ছে, চিড়িয়াখানার সংরক্ষকের মাধ্যমেই সংক্রমিত হয়েছিল বাঘটি।

তবে পোষা প্রাণি থেকে মানুষের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের আশংকা খুব কম বলে জানান প্রাণিবিদরা। সতর্কতা হিসেবে বিড়ালসহ পোষা প্রাণীকে ঘরে রাখার পরামর্শ দিয়েছেন ভেটেরিনারি বিশেষজ্ঞরা।

হংকং সিটি ইউনিভার্সিটির এক প্রাণী বিশেষজ্ঞ জানান, এক বিড়াল থেকে অন্য বিড়াল ভাইরাসে সংক্রমিত হতে পারে। এ জন্য পোষা প্রাণীর বিষয়ে মালিকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ ভেটেরিনারি বিশেষজ্ঞরা।

তারা বলেন, মানুষের হাত থেকে ভাইরাস পোষা প্রাণীর লোমে যেতে পারে। এজন্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। সবসময় হাত পরিষ্কার রাখতে হবে। বিড়ালকে ঘরে রাখতে হবে। এছাড়াও অপ্রয়োজনীয় স্পর্শ ও জড়িয়ে ধরা বা মুখে আদর করা থেকে বিরত থাকতে হবে।

সম্প্রতি হংকংয়ে ১৭ বছর বয়স্ক একটি কুকুর করোনায় আক্রান্ত হয়। কুকুরটি তার মালিকের দ্বারা সংক্রমিত হয়েছিল।

প্রাণিবিজ্ঞানীদের মতে, করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত হওয়ায় অন্য প্রজাতিও হুমকির মুখে পড়েছে। এজন্য মানুষকে সচেতন হতে হবে। তার পোষা প্রাণীর বিষয়ও থাকতে হবে সতর্ক।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot