শিরোনাম

Post Top Ad

Take Control of Your Domain Names

Monday, April 13, 2020

সরকার কৃষিখাতে ৫০০০ কোটি টাকার প্রাণোদনা।

কৃষিখাতে ৫০০০ কোটি টাকার প্রণোদনা
সরকার কৃষিখাতে ৫০০০ কোটি টাকার প্রণোদনা 

সরকার করোণার প্রাদুর্ভাব থেকে দেশের কৃষিখাত সুরক্ষায় ক্ষুদ্র ও মাঝারি চাষীদের পাঁচ হাজার কোটি টাকার প্রনোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।এ তহবিল থেকে সহজ শর্তে মাত্র ৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন কৃষক। আজ (রোববার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল ও খুলনা বিভাগের জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সাথে আলাপকালে এসব জানান প্রধানমন্ত্রী।

শেখ হা‌সিনা ব‌লে‌ছেন, মজুরের অভাবে ধান কাটা যেন বন্ধ না হয়। বর্তমানে অনেক কৃষিশ্রমিক বেকার রয়েছেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কৃষিশ্রমিক যাতে যেতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, কৃষিশ্রমিকরা যেখানে যায় সেখানে যেতে দিতে হবে।

প্রধনমন্ত্রী ব‌লেন, বর্তমানে ধান কাটা শুরু হয়ে গেছে। অনেক শ্রমিক বেকার আছে তারা যেন এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে ফসল কাটতে পারে, তার সুযোগ-সুবিধা করে দিতে হবে। কোনো ফসল যেন নষ্ট না হয়। উৎপাদন অব্যাহত রাখতে হবে। হাটবাজার যাতে বন্ধ না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। কোনো বড় জায়গায় সপ্তাহে একদিন হাট বসাবেন।

তিনি বলেন, কৃষিকাজ যেন অব্যাহত থাকে, কৃষি উৎপাদনের জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। এবার দুই লাখ মেট্রিক টন চাল কেনার কথা বলেছি। কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায় সেজন্য আমরা এই ব্যবস্থা করেছি। কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, আরও ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে।

এছাড়া করোণা আক্রান্তদের চিকিৎসায় দেশের হাসপাতালগুলোতে আইসিইউর সংখ্যাও বাড়ানোর ঘোষনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় করোণা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে। নৌ ও স্থলবন্দর দিয়ে যারা দেশে প্রবেশ করবে তাদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot