শিরোনাম

Post Top Ad

Take Control of Your Domain Names

Wednesday, April 22, 2020

যশোরে তিনটি হাসপাতাল প্রস্তুত করোনা আক্রান্তদের সেবায়!!

  যশোরে তিনটি হাসপাতাল প্রস্তুত করোনা আক্রান্তদের সেবায়!!
  যশোরে তিনটি হাসপাতাল প্রস্তুত করোনা আক্রান্তদের সেবায়!!

যশোরে করোনা রোগী শনাক্ত হলে তাদের চিকিৎসার জন্য শহরের ইবনে সিনা, কুইন্স ও জেনেসিস হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এই তিনটি বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাসের চিকিৎসা দেয়ার জন্য তাদের নিজস্ব ডাক্তার দিয়ে চিকিৎসা-ব্যবস্থা দেয়া হবে। পাশাপাশি হোটেল হাসান ইন্টারন্যাশনাল, হোটেল আর এস ও শেখ হাসিনা সফটওয়ার পার্কে করোনা রোগীদের চিকিৎসাকাজে নিয়োজিত চিকিৎসক, সেবিকা, ওয়ার্ড বয়দের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় জনবল দেয়া হবে। মঙ্গলবার দুপুরে জেলা সার্কিট হাউজে করোনা পরিস্থিতি মোকাবেলা বিষয়ক এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এসব কথা জানান।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরো বলেন, যশোরে করোনা রোগীদের সেবা দেয়ার জন্য সরকারি চিকিৎসক ও সেবিকাদের প্রণোদনা দেয়ার কথা থাকলেও বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের জন্য প্রণোদনার ব্যবস্থা দেয়া হয়নি। তাই যশোরে যে সকল বেসরকারি চিকিৎসক করোনা চিকিৎসা দেবেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের ন্যায় প্রণোদনা ও বীমা সুবিধার আওতায় আনার ব্যবস্থা করা হবে। এ ছাড়া যেসব সাংবাদিক এই দুর্যোগে ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদেরকেও প্রণোদনার আওতায় সরকারের কাছে তালিকা পাঠানো হবে।

এ ছাড়া করোনা রোগীদের চিকিৎসার জন্য তিনটি অ্যাম্বুলেন্স দেয়া হবে। কোনো করোনা রোগী মৃত্যুবরণ করলে জেলা প্রশাসনের সহায়তায় দ্রুত সময়ে ধর্মীয় রীতিতে যশোর পৌরসভার জায়গায় সৎকার করা হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক শফিউল আরিফের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জজামান পিকুল, পুলিশ সুপার আশরাফ হোসেন, যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ৩৭ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান, সিভিল সার্জন শেখ আবু শাহিন, ২৫০ শয্যা জেনালে হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়, যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডাক্তার আতিকুর রহমান, জেলা সহকারি শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, যশোর পৌরসভার সচিব আজমল হোসেনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা।

সূএ: ডেলি স্পন্দন


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot