শিরোনাম

Post Top Ad

Take Control of Your Domain Names

Tuesday, April 14, 2020

যশোরের শার্শায় ৫ হাজার পরিবারের পাশে দাঁড়ালেন মহসীন কবীর!!

যশোরের শার্শার ৫ হাজার পরিবারের পাশে মহসিন কবীর
যশোরের শার্শায় ৫ হাজার পরিবারের পাশে দাঁড়ালেন মহসীন কবীর 

করোনা ভাইরাসে গৃহবন্দী যশোরের শার্শা এলাকার সকল স্তরের মানুষের পাশে এসে দাড়িয়েছেন স্বেচ্ছাসেবকদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব মহসিন কবীর।

দুস্থ্য, অসহায়, খেটে খাওয়া মানুষের জন্য চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মানুষের দ্বারে পৌছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

আলহাজ্ব মহসিন কবীরের প্রেরিত এসব খাদ্যসামগ্রী শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের নেতৃত্বে শার্শা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দের মাধ্যমে আজ থেকে বিভিন্ন এলাকার পাঁচ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার কার্য্যক্রম শুরু হয়েছে।

এই আয়োজনের সার্বিক ব্যাবস্থাপনায় রয়েছেন বেনাপোল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক তরুণ সমাজসেবক আবু তাহের ভারত।

এ প্রসঙ্গে আলহাজ্ব মহসিন কবীর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনায় শার্শা উপজেলা ১১ টি ইউনিয়নের ৯৯ টি ওয়ার্ড ও বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ড মিলিয়ে সর্বমোট ১০৮ টি এলাকার দল, মত নির্বিশেষে সকলের পাশে দাড়ানোর লক্ষেই আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে।

তিনি বলেন, দুস্থ্য ও অসহায় মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

সূএ: ওয়ান নিউজ বিডি

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot