শিরোনাম

Post Top Ad

Take Control of Your Domain Names

Tuesday, April 14, 2020

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত মনিরামপুরের স্বাস্থ্যকর্মীর স্ত্রী-সন্তানের নমুনা সংগ্রহ!!

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত মনিরামপুরের স্বাস্থ্যকর্মীর স্ত্রী-সন্তানের নমুনা সংগ্রহ 

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মনিরামপুরের স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম কেশবপুরে ইমামনগরে তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। সোমবার তার স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে,ইমামনগর ও মুজগুনী গ্রাম লকডাউন করা হয়েছে। ওই স্বাস্থ্য সহকারী ইউনিয়ন পরিষদের ওয়ার্ডে গিয়ে শিশুদের টিকাদান (আইপিই) কাজে নিয়োজিত ছিলেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীাগার রবিবার ওই স্বাস্থ্যকর্মীর নমুনা পরীার পজিটিভ ফল যশোরের সিভিল সার্জনকে জানানো হয়েছে। এই প্রথম যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলো। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, রবিউল ইসলাম নামে একজন স্বাস্থ্যকর্মী করোনা রোগে শনাক্ত হয়েছেন। বর্তমানে তিনি কেশবপুরের ইমামনগরে আছেন। সোমবার তার স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করা হয়।

সূএ: লোকসমাজ

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot