শিরোনাম

Post Top Ad

Take Control of Your Domain Names

Friday, April 10, 2020

যশােরে রিকশা ও ইজিবাইজ চলাচলের নিশেোজ্ঞা আরোপ।


সারাদেশের ন্যায় এবার যশাের শহরে রিকশাসহ অভ্যন্তরীণ সকল দ্রুত যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও আজ থেকে পদপে নেয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

অপরদিকে বাইরে কোন জেলার লোক যশোরে এলে বিষয়টি প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বাইরে কোন জেলার লোক যশোরে এলে তাকে কোয়ারেন্টিনে রাখার কথা বলা হয়েছে। এদিকে যশোর পৌর এলাকায় ইজিবাইক, অটো রিকশা ও ভ্যান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

বুধবার এ বিষয়ে শহরময় মাইকিং করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।

যশোর শহরের বড় বাজারে মুদি ও কাঁচা বাজারে কেনাকাটার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছেনা। ভিড় করে বাজারে কেনাকাটা চলছে।

এছাড়া যারা কেনাকাটার জন্য বড় বাজারে যাচ্ছেন দূরত্ব বজায় রেখে চলাচল করছেনা। ফলে করোনা সংক্রমণ ঝুঁকি বেড়েই চলেছে। এ বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হওয়ায় করণীয় বিষয়ে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, যেহেতু বড় বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছেনা বলে খবর পেয়েছেন সে কারণে এর সমাধানের জন্য তারা আলোচনায় বসেছিলেন। এখন থেকে ক্রেতা ও বিক্রেতারা কেনাকাটার জন্য যাতে সামাজিক দূরত্ব বজায় রাখেন এ বিষয়টি দেখভাল করবে পৌর কর্তৃপক্ষ। একই সাথে তিনি ক্রেতা ও বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা ও চলাফেরার জন্য অনুরোধ জানিয়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগাযোগ করা হলে পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানান, তারা বৃহস্পতিবার বড় বাজারে অভিযান চালাবেন। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তারা কাঁচা বাজারের ব্যবসায়ীদের এইচএম এম রোডে স্থানান্তর করবেন। রাস্তার দু পাশে ১৫ ফুট ব্যবধানে বসানোর ব্যবস্থা করবেন। যাতে ক্রেতা ও বিক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেন।

তিনি আরো বলেন, পর্যায়ক্রমে রেল বাজারেও এ ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে কাঁচা বাজার মুজিব সড়কে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে। দূরত্ব বজায় রেখে ব্যবসায়ীদের বসানো হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ষষ্ঠীতলার যে রাস্তায় কাঁচা বাজার রয়েছে সেখানেও দূরত্ব বজায় রেখে ব্যবসায়ীদের যদি বসানো যায় সেটিও তারা সরেজমিনে খোঁজ নিয়ে দেখবেন।

অপরদিকে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ যশোর জেলার মানুষের সুরক্ষার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে বাইরে কোন জেলার লোক যশোরে ঢুকলে তিনি প্রশাসকে জানানোর জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন। এ ধরনের কোন লোক যশোর জেলার ভেতর ঢুকলে কোয়ারেন্টইনে রাখা হবে বলে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানিয়েছেন।

উল্লেখ্য, জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের মোবাইল ফোন নম্বর-০১৩১৮-২৫২৯২৫ ও ০১৩১৮-২৫২৯৫০। অপরদিকে যশোর পৌর এলাকায় ইজিবাইক, অটো রিকশা ও ভ্যান চলাচল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বুধবার দুপুর ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এদিন দিনভর শহরে এ সংক্রান্ত মাইকিংও করা হয়েছে।

যোগাযোগ করা হলে পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু এ তথ্য নিশ্চিত করে জানান, তারা সকল ইজিবাইক বন্ধ রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মেয়র জানান,পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদিকে বুধবার শহরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সেনা বাহিনী ও র‌্যাব সদস্যদের সহায়তায় এ অভিযান চালানো হয়। পেশকার শেখ জালাল উদ্দিন জানান, সরকারি নির্দেশ অনাম্য করে অহেতুক মোটরসাইকেল নিয়ে চলাচলসহ নানা অপরাধে আদালত বেশ কয়েকজনকে ১৭ হাজার ৯শ' টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার, হাফিজুল হক ও বিপিন চন্দ্র।

তিনি আরো জানান, শহরের দড়াটানা, সিটি প্লাজার সামনে, চৌরাস্তা, ঘোপ, সদর উপজেলার পুলেরহাট, উপশহর, বারীনগর, চুড়ামনকাটি, খাজুরাসহ বেশ কয়েকটি এলাকায় মানুষকে ঘরবন্দি রাখতে এই অভিযান চালানো হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot