শিরোনাম

Post Top Ad

Take Control of Your Domain Names

Friday, April 10, 2020

বগুড়ায় ক্রাণের চালসহ কৃষকলীগ নেতা আটক

বগুড়ায় ত্রাণের চালসহ কৃষক লীগ নেতা আটক
বগুড়ায় ত্রাণের চালসহ কৃষক লীগ নেতা আটক 

এবার বগুড়ার সোনাতলায় হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ও ভিজিডি'র চাল কালোবাজরে কেনার অভিযোগে কৃষক লীগ নেতা মিঠু মন্ডলকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সড়ে ৭টায় সোনাতলা থানা পুলিশ তাকে আটক করে। মিঠু মন্ডল সোনাতলা উপেজেলার মধুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।

সোনাতলা থানার পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন জানান, সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের তেকানী চুকাইনগর বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে খোলাবাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি এবং ভিজিডি'র চাল বিতরণ করা হয়।

মিঠু মন্ডল ওই এলাকার ডিলার ঈশ্বর চন্দ্র ও সাবু মিয়ার সাথে যোগসাজশ করে ৫০ বস্তা চাল কিনে নেন। সন্ধ্যার পর সেই চাল পাচারের সময় সাধারণ জনগণ তাকে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে মিঠু মন্ডলকে আটক ও চাল জব্দ করে।

পুলিশ পরিদর্শক আরো জানান, মিঠু মন্ডলের কাছ থেকে বেশ কয়েকজন ভিজিডি সুবিধাভোগীর কার্ডও উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot