শুক্রবার রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক বানেছা পোর্ট থানার সাদিপুর গ্রামের গ্রামের দুখে মিয়ার স্ত্রী।
বিজিবি জানান, গোপন সংবাদে জানতে পারেন, পাচারকারীরা ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ স্বর্ণেরবারনিয়ে সাদিপুর সীমান্তে অপেক্ষা করছে। এমন খবর পেয়ে তারা সেখানে অভিযান পরিচালনা করে ৫ পিস স্বর্ণেরবার সহ বানেছাকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণেরবারের আনুমানিক মুল্য সাড়ে ছয় কোটি টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, উদ্ধারকৃত স্বর্ণেরবার সহ বানেছাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
No comments:
Post a Comment