যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে আজ করোনার টেস্টের ফলাফলে যশোরের তিনটি নমুনা পরীক্ষা করে দুটি পজেটিভ ফল মিলেছে। এ নিয়ে যশোরে মোট ৯৮ জন করোনা রোগী শনাক্ত হলেন।
এছাড়া চূয়াডাঙ্গা জেলার ৩০টি নমুনা পরীক্ষা করে আটটি পজিটিভ পাওয়া গেছে।
যবিপ্রবির পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, শনিবার এখানকার ল্যাবে মোট ৩৩ জনের নমুনা পরীক্ষা করে দশজনের পজিটিভ এবং ২৩ জনের নেগেটিভ ফলাফল এসেছে। আজ রোববার সকালে তা সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে দেওয়া হয়েছে।
সূত্র: সূবর্ণ নিউজ
No comments:
Post a Comment