![]() |
| রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু |
বাংলাদেশের আকাশে আজ রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল (শনিবার) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান।
আজ (শুক্রবার) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রোজা শুরুর ঘোষণা দেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম।
রাতে সেহরি খেয়ে কাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ২০ মে দিনগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর।
চাঁদ দেখা যাওয়ায় আজ থেকেই শুরু তারাবির নামাজ। তবে এবছর করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরেই তারাবি নামাজ পড়ার আহবান জানিয়েছে সরকার। মসজিদে কেবল দু'জন হাফেজ এবং ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ১২জন তারাবির নামাজ পড়তে পারবেন।




No comments:
Post a Comment