![]() |
| বাগেরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত |
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ তার আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার খুলনা বিভাগের মোট ৬০টি নমুনা পরীক্ষা হরা হয়েছে। এর মধ্যে একজনের পজিটিভ পাওয়া গেছে, তার বাড়ী বাগেরহাটের চিতলমারীতে।
চিতলমারীতে শনাক্ত হওয়া এই রোগীর প্রতিবেশীরা জানান, শনাক্ত হওয়া ওই ব্যক্তি মাদারীপুরের একটি মসজিদে ইমামতি করতেন। তিনি গত ৫/৬ দিন আগে চিতলমারীতে এসেছেন। তার খুশখুশে কাশীর উপসর্গ থাকায় করোনা টেস্ট করা হয। তিনি এখন বাড়িতে আছেন। এ দিকে মঙ্গলবার পর্যন্ত খুমেকে টেস্ট হয়েছে ২৭৫টি। এর মধ্যে চারটি রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনায় একজন, বাগেরহাটে একজন, লড়াইলে একজন ও যশোরে একজন করে শনাক্ত হয়েছে। এছাড়াও আইডিসিআরের টেস্টে চুয়াডাঙ্গা জেলার একজনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এই নিয়ে খুলনা বিভাগে ৫ জনের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো।
সুত্র : লোকসমাজ




No comments:
Post a Comment