শিরোনাম

Post Top Ad

Take Control of Your Domain Names

Wednesday, April 22, 2020

যশোর চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি উত্তর পাড়া লক ডাউন

যশোর চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি উত্তর পাড়া লক ডাউন
যশোর চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি উত্তর পাড়া লক ডাউন

যশোরে গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিনোম সেন্টার সাত জেলা থেকে আগত ৬৫ নমুনার ১৩ টি করোনা পজিটিভ এসেছে। প্রাপ্ত ৬৫টি নমুনার মধ্যে যশোরে ৪ জন,  চৌগাছা-২ জন চুড়ামনকাঠি: ১জন শার্শা-১ জনের করোনা পজিটিভ এসেছে।

এ পর্যন্ত যশোরে ৫ জন করোনা রোগী শনাক্ত । যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ইউ এন ও কে দায়িত্ব দিয়েছি তারা করোনা পজিটিভ রোগীকে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাদের কন্টাক্ট এরিয়া অর্থাৎ তারা কতদূর পর্যন্ত চলাফেরা করেছে সে সমস্ত এলাকা লোকডাউন করা হবে।

যশোর জেলা চুড়ামনকাটিতে প্রথম করোনা রোগী সনাক্ত। তার নাম মেহেদী হাসান, গ্রাম উত্তরপাড়া। এরই মধ্যেই যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি উত্তর পাড়া নক ডাউন করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot