শিরোনাম

Post Top Ad

Take Control of Your Domain Names

Monday, April 20, 2020

যশোরের আট পৌরসভায় ১৬হাজা ৮শ রেশন কার্ড।

যশোরের আট পৌরসভায় ১৬ হাজার ৮’শ রেশনকার্ড
যশোরের আট পৌরসভায় ১৬ হাজার ৮’শ রেশনকার্ড 

যশোর জেলার আট পৌরসভার ১৬ হাজার ৮শ পরিবার পাবে রেশন কার্ড। এ কার্ডের মাধ্যমে একটি পরিবার মাসে দুইবার ১০ টাকা মূল্যের ২০ কেজি চাল কিনতে পারবে । এজন্য ৩১৮ মেট্রিকটন চাল মজুদ রয়েছে বলে জানিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। ইতোমধ্যে এ কার্ড বিতরণ শুরু হয়েছে। 

সরকারের চলমান বিসিএফ ও ভিজিডি কার্ডপ্রাপ্তদের বাইরে নতুন এ পরিবারগুলো কার্ড পাবে। এ কার্ডের নাম দেয়া হয়েছে রেশন কার্ড। এ কার্ডের মাধ্যমে একটি অসহায় পরিবার ১০ টাকা দরে মাসে ২০ কেজি চাল ক্রয় করতে পারবে। জেলার ৮ পৌরসভায় ১০ হাজার ৮শ পরিবার ক্রয় করতে পারবে ৩১৮ মেট্রিকটন চাল। এর মধ্যে যশোর পৌরসভায় ৬ হাজার পরিবার কিনতে পারবে ১২০ মেট্রিকটন চাল। কেশবপুর, মনিরামপুর, নওয়াপাড়া বেনাপোল পৌরসভার ৭ হাজার ২ শ পরিবার কিনতে পারবে ১৪৪ মেট্রিকটন চাল। চৌগাছা, ঝিকরগাছা ও বাঘারপাড়া পৌরসভায় ৩ হাজার ৬শ পরিবার কিনতে পারবে ৭২ মেটিকটন চাল। যশোর পৌরসভায় চারটি স্পটে চাল বিক্রি করা হবে। 

ইতোমধ্যে যশোর পৌরসভায় রেশন কার্ড বিতরণ শুরু হয়েছে। সচিব আজমল হোসনে জানান যশোর পৌর এলাকায় যারা রেশন কার্ড পাওয়ারযোগ্য তাদেরকেই এ কার্ড দেয়া হয়েছে। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লিয়াকত আলী জানান, আট পৌরসভা থেকে রেশন কার্ডের তালিকা দেয়ার পর ডিলারদের ডেকে চাল বিক্রি করা হবে ট্রেজারি থেকে। কোনো ডিলার চাল বিক্রিতে ওজনে কম দিলে বা অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সূএ: ডেলি স্পন্দন

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot