শিরোনাম

Post Top Ad

Take Control of Your Domain Names

Sunday, April 19, 2020

বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী নীলা আর নেই।

বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী নীলা আর নেই।
বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী নীলা আর নেই।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল রাত ১২টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন একসময়ের সুপরিচিত অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ফেরদৌসী আহমেদ লীনার বয়স হয়েছিল ৬৩ বছর। তার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। ডায়ালাইসিস চলত বলে জানিয়েছেন, তার ছেলে সামসুল আরেফিন।

গতকাল রাতে ফেরদৌসী আহমেদ লীনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরা। সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে তারিন, তানভীন সুইটি, রওনাক হাসানসহ শিল্পকলা একাডেমির সাবেক সহকর্মীরা লীনার আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য ফেরদৌসী আহমেদ লীনা ১৯৭৫ সালে একটি তেলের বিজ্ঞাপনের মধ্য দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু করেন। ১৯৭৮ সালে তিনি 'কালো কোকিলা' নাটকে প্রথম অভিনয় করেন। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত 'রাজলক্ষ্মী শ্রীকান্ত'। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত 'দেবদাস'। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

এ ছাড়া ফেরদৌসী আহমেদ লীনা বিভিন্ন টিভি চ্যানেলের নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে তাঁর অভিনীত জনপ্রিয় নাটকগুলো হলো 'গুলশান অ্যাভিনিউ', ধারাবাহিক নাটক 'ঘটক বাকি ভাই', 'নন্দিনী' ইত্যাদি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot