শিরোনাম

Post Top Ad

Take Control of Your Domain Names

Tuesday, April 28, 2020

যশোরে সরকারি হাসপাতালের ৩ নার্সসহ ৪জন করোনায় আক্রান্ত

যশোরে সরকারি হাসপাতালের ৩ নার্সসহ ৪জন করোনায় আক্রান্ত
যশোরে সরকারি হাসপাতালের ৩ নার্সসহ ৪ জন করোনায় আক্রান্ত 

চৌগাছায় সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগের ৩ নার্সসহ ৪ নারী নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে হাসপাতালের প্রসূতি বিভাগের ৩ নার্স এর আগে শনাক্ত হওয়া হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া গর্ভবতী নারীর সংস্পর্শে এসেছিলেন। অন্য শনাক্ত নারী শহরের ডিভাইন গার্মেন্টসের একজন কর্মী।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বিষয়টি নিশ্চিত করেন। এনিয়ে চৌগাছায় করোনা রোগী হলো ১১ জন। যা জেলার ২৫ শতাংশ।

হাসপাতাল সূত্র জানায় ২২ এপ্রিল উপজেলার বানুড়হুদা গ্রামের গর্ভবতী ২৮ বছর বয়সী ওই নারী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। হাসপাতালের চিকিৎসকদের ওই নারীর করোনা উপসর্গ আছে মনে হলে ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। নমুনা পরীক্ষার জন্য পাঠানোর পরপরই ওই নারী হাসপাতাল থেকে পালিয়ে যায়। ২৫ এপ্রিল ওই নারীর করোনা পজেটিভ রিপোর্ট আসে। ২৬ এপ্রিল হাসপাতালে ওই নারীর সংস্পর্শে আসা স্টাফদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। সেখানে সোমবার পরীক্ষায় হাসপাতালের ওই ৩ নার্স করোনা পজেটিভ হন। এছাড়া রবিবার চৌগাছার ডিভাইন গার্মেন্টেসের দুটি ফ্যক্টরী খুলে দেয়া হয়।

ওইদিন গার্মেন্টসে ঢুকানোর সময় স্কানারে ওই নারীকর্মী ও এক পুরুষ কর্মীর গায়ে জ্বর থাকায় তাদের গার্মেন্টসে ঢুকতে দেয়া হয়নি। ওইদিনই ওই নারী কর্মী হাসপাতালে এসে নমুনা দেন। মঙ্গলবার ওই নারী কর্মীর করোনা রিপোর্ট পজেটিভ আসে।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া গর্ভবতী নারীর সংস্পর্শে আসা প্রসূতি বিভাগের ৩ জন নার্স করোনা পজেটিভ হয়েছেন। এছাড়া শহরের ডিভাইন গার্মেন্টসের এক নারী কর্মীর করোনা পজেটিভ হয়েছেন। তিনিও হাসপাতালে আসলে আমাদের সন্দেহ হওয়ায় তার নুমনা পাঠানো হয়।

তিনি আরো বলেন, ডিভাইনের ওই গার্মেন্টস লকডাউন করা হবে।

সূএ: ওয়ান নিউজ বিডি

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot