শিরোনাম

Post Top Ad

Take Control of Your Domain Names

Saturday, April 18, 2020

যশোরে সেনাবাহিনী কর্তৃক করোনার জীবানুণাশক বুথের যাত্রা শুরু।

যশোরে সেনাবাহিনী কর্তৃক করোনার জীবানুণাশক বুথের যাত্রা শুরু।

যশোরে সেনাবাহিনী কর্তৃক করোনার জীবানুণাশক বুথের যাত্রা শুরু।

যশোর শহরের দড়াটানায় সেনাবাহিনী জীবানুণাশক বুথ চালু করেছে। শনিবার (১৮ এপ্রিল) উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এই জীবানুণাশক বুথের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশসুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর ক্যান্টনমেন্টের ৩৭ বিলের অধিনায়ক লে.ক. নিয়ামুল হালিম খান, অতিরিক্ত পুলিশসুপার সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশসুপার গোলাম রব্বানী, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী প্রমুখ।

প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই বুথ চালু থাকবে। এখান থেকে সাধারণ পথচারি ও আশেপাশের মানুষকে স্প্রে করে জীবানুমুক্ত করা হবে।

সূএ: দৈনিক নওয়াপাড়া 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot