শিরোনাম

Post Top Ad

Take Control of Your Domain Names

Sunday, April 19, 2020

আনসারী হুজুরের জানাজায় লোকসমাগম ঠেকাতে ব্যর্থতার দায়ে সরাইলের ওসি প্রত্যাহার।

আনসারী হুজুরের জানাজায় লোকসমাগম ঠেকাতে ব্যর্থতার দায়ে সরাইলের ওসি প্রত্যাহার।
আনসারী হুজুরের জানাজায় লোকসমাগম ঠেকাতে ব্যর্থতার দায়ে সরাইলের ওসি প্রত্যাহার।

করোনা সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লোক সমাগমে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে পুলিশ সদরদফতরের এক আদেশে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে আগেই।

কিন্তু শনিবার (১৮ এপ্রিল) সকালে প্রসাশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরাইল উপজেলার বেড়তলা গ্রামে লাখো মানুষ মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজা অংশগ্রহণ করে। এতে সারাদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে, জানাজায় অংশ নেয়ার সূত্র ধরে সরাইলের ৮ টি গ্রামের লোকজনের চলাচল কঠোরভাবে সীমিত করা হয়েছে। গ্রামগুলো হল জেলার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা, বগইর, মৈশাইর। সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর, সীতাহরণ, বড়ইবাড়ি, বেড়তলা ও সদর উপজেলা মালিহাতা।একইসাথে এসব গ্রামের সকল বাসিন্দাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমদ আনসারী শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মার্কাস পাড়ায় নিজের বাসায় মারা যান।

মাওলানা যুবায়ের আহমদ আনসারী বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির এবং বেড়তলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot