শিরোনাম

Post Top Ad

Take Control of Your Domain Names

Friday, April 17, 2020

ঝিনাইদহের চিনিকলের শ্রমিকরা ভালো নেই।

ঝিনাইদহের চিনিকলের শ্রমিকরা ভালো নেই।
ঝিনাইদহের চিনিকলের শ্রমিকরা ভালো নেই।

করোনার কারণে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে আখ বিক্রির টাকা ও বকেয়া বেতন না পেয়ে মানবেতর দিন কাটছে চাষী ও শ্রমিক-কর্মচারীদের।

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলে গেল মৌসুমে ১ লাখ ৩৮ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৭৫৯ মেট্রিকটন চিনি উৎপাদন করা হয়। বর্তমানে গুদামে ৩০ কোটি টাকা মুল্যের ৫ হাজার ১২৫ মেট্রিকটন চিনি এবং ১২ কোটি টাকার চিটাগুড় অবিক্রিত রয়েছে। করোনার কারণে ব্যবসায়ীরা না আসায় বন্ধ চিনি বিক্রি। শুধু সরকারি প্রতিষ্ঠানে চিনি বিক্রি হচ্ছে স্বল্প পরিসরে।

চিনিকিলের ১ হাজার ৬ জন কর্মকর্তা-কর্মচারীর জানুয়ারি, ফেব্র"য়ারি ও মার্চ মাসের ৪ কোটি টাকার বেশী বেতন বকেয়া পড়েছে। কর্মচারীরা জানান, দীর্ঘদিন বেতন না পেয়ে খুব কষ্টে দিন কাটছে তাদের।

আখ চাষীরা বলছেন, দেড় মাসের বেশী সময় ধরে তাদের বকেয়া পরিশোধ করা হয়নি। ৮ হাজার চাষীর পাওনা পড়ে আছে প্রায় ১৯ কোটি টাকা।

চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের গোলাম রসুল সভাপতি জানান, তাদেরকে কোনো রকম খাদ্য সহায়তাও দেয়া হয়নি। সরকার বেতন পরিশোধের ব্যবস্থা না করলে রাস্তায় নামতে হবে তাদের।

এদিকে, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবির জানান, কর্মচারীদের জানুয়ারী মাসের কিছু টাকা পরিশোধ হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে চিনি বিক্রি করে সকলের পাওনা পরিশোধ করা হবে বলেও জানান তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot