শিরোনাম

Post Top Ad

Take Control of Your Domain Names

Monday, April 13, 2020

দিনমজুর-শ্রমিক-রিকশাচালকদের ব্যাংক হিসাবে যাবে নগদ টাকা!!

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা



নভেল করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে যে সব দিনমজুর-শ্রমিক-রিকশাচালক কাজ হারিয়েছেন তাদের মোবাইল বা ব্যাংক হিসাবে নগদ অর্থ পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৩ এপ্রিল জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

নভেল করোনা ভাইরাসের কারণে প্রান্তিক জনগোষ্ঠির সুরক্ষায় যে সব কমর্সুচি গ্রহণ করা হয়েছে সেগুলো জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমর্সুচি গুলো হলো :


(১) স্বল্প আয়ের মানুষদের বিনামুল্যে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য ৫ লাখ মেট্রিক টন চাউল এবং ১ লাখ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়েছে। এর মোট মুল্য ২ হাজার ৫০৩ কোটি টাকা।

(২) শহরাঞ্চলে বসবাসরত নিম্ন আয়ের জনগোষ্ঠির জন্য ওএমএস এর আওতায় ১০ টাকা কেজি দরে চাউল বিক্রয় কাযর্ক্রম চালু করা হয়েছে। আগামী তিন মাসে ৭৪ হাজার মেট্রিক টন চাউল এই কাযর্ক্রমের আওতায় বিতরণ করা হবে। এ জন্য ২৫১ কোটি টাকা ভতুর্কি প্রদান করতে হবে।

(৩) দিনমজুর, রিকশা বা ভ্যান চালক, মটর শ্রমিক, নিমার্ণ শ্রমিক, প্রত্রিকার হকার, হোটেল শ্রমিকসহ অন্যান্য পেশার মানুষ যারা দীর্ঘ ছুটি বা আংশিক লকডাউনের ফলে কাজ হারিয়েছেন তাদের নামের তালিকা ব্যাংক হিসাবসহ দ্রুত তৈরি করার নিদের্শ দেওয়া হয়েছে। এই তালিকা প্রণয়ন সম্পন্ন হলে এককালীন নগদ অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হতে। এ খাতে ৭৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

(৪) সামজিক সুরক্ষা কাযর্ক্রমের আওতায় পরিচালিত "বয়স্ক ভাতা" ও বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য ভাতা" কমর্সুচির আওতায় সবার্ধিক দারিদ্রপ্রবণ ১০০ টি উপজেলায় শতভাগে উন্নতি করা হবে। বাজেটে এর জন্য বরাদ্দের পরিমাণ ৮১৫ কোটি টাকা।

(৫) জাতির পিতার জন্মশত বাষির্কী উপলক্ষে গৃহীত অন্যতম কাযর্ক্রম গৃহহীন মানুষদের জন্য গৃহ নিমার্ণ কমর্সুচি দ্রুত বাস্তবায়ন করা হবে। এ বাবদ সবর্মোট ২ হাজার ১৩০ কোটি টাকা বরাদ্দ করা হবে। কেউ গৃহহীন থাকবে না।

সুত্র: বাংলা এবং সিলেটটুডে২৪

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot